আন্তর্জাতিক :
মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। এই মুহূর্তে করোনায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু আর আক্রান্তের ভারে জর্জর পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর এ দেশ। প্রতিটি নতুন দিন মৃত্যুর সংখ্যা আরও পাল্লা দিয়ে বাড়ছে। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় নতুন করে ২ হাজার ৫৬৯ জনের মৃত্যু হয়েছে। দৈনিক মৃত্যুহারের হিসেবে এটি কেবল যুক্তরাষ্ট্রেই নয়, সারা পৃথিবীতে সর্বোচ্চ রেকর্ড। এর আগের দিন এখানে করোনায় ২ হাজার ২২৮ জনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার
(১৬ এপ্রিল) মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের বরাত
দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। সব মিলিয়ে দেশটিতে করোনায়
মৃতের সংখ্যা ২৭ হাজারের বেশি।
খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) রাতে সাড়ে ৮টা (বাংলাদেশ সময়:
বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টা) পর্যন্ত জনস হপকিন্সের করোনা সংক্রান্ত চলমান
প্রতিবেদন মতে, যুক্তরাষ্ট্রে ২ হাজার ৫৬৯ জনের মৃত্যু হয়েছে। দৈনিক
মৃত্যুহারে যা অন্য যে কোনো দেশের চেয়ে সর্বোচ্চ।
জনস হপকিন্সের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩২ লাখ ৬১ হাজার ৬১১ জনের করোনা টেস্ট করা হয়েছে। এর মধ্যে ৬ লাখ ৩৬ হাজারেরও বেশি মানুষের করোনা পজিটিভ এসেছে। শনাক্তদের মধ্যে এরই মাঝে ৪৫ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন।
এদিকে বিশ্বব্যাপী করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৬৪ হাজারেরও বেশি মানুষের। এর মধ্যে মৃতের সংখ্যা ১ লাখ ৩৭ হাজারের বেশি বলে জানাচ্ছে জনস হপকিন্স। এসব সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।