ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

হোমনায় নানা বাড়িতে এসে করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা :

কুমিল্লার হোমনায় নানা বাড়ি বেড়াতে এসে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সাড়ে চার বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

শিশুটির বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার মায়রামপুর গ্রামে। ২০-২৫ দিন আগে সে উপজেলার বিজয়নগর গ্রামে তার মায়ের সঙ্গে বেড়াতে আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার জানান, শিশুটি এক সপ্তাহ ধরে অসুস্থ ছিল। এতদিন শিশুর পরিবারের লোকজন তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার রাতে শিশুর পিতা ফোন জানায়, তার মেয়ে ঠাণ্ডা, কাঁশি ও শ্বাসকষ্টসহ প্রচণ্ড জ্বরে কেমন যেনো করছে। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে বলি। হাসপাতালে নিয়ে আসার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করি। ঢাকায় নেয়ার পথেই শিশুটি মারা যায়। শিশুর স্যাম্পল সংগ্রহ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা বলেন, উপজেলা ইমাম সমিতির মাধ্যমে করোনা রোগীর মতোই শিশুটির মৃতদেহ দাফন কাফন করা হয়েছে। শিশুটির পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

হোমনায় নানা বাড়িতে এসে করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

আপডেট সময় ১০:১৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা :

কুমিল্লার হোমনায় নানা বাড়ি বেড়াতে এসে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সাড়ে চার বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

শিশুটির বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার মায়রামপুর গ্রামে। ২০-২৫ দিন আগে সে উপজেলার বিজয়নগর গ্রামে তার মায়ের সঙ্গে বেড়াতে আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার জানান, শিশুটি এক সপ্তাহ ধরে অসুস্থ ছিল। এতদিন শিশুর পরিবারের লোকজন তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার রাতে শিশুর পিতা ফোন জানায়, তার মেয়ে ঠাণ্ডা, কাঁশি ও শ্বাসকষ্টসহ প্রচণ্ড জ্বরে কেমন যেনো করছে। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে বলি। হাসপাতালে নিয়ে আসার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করি। ঢাকায় নেয়ার পথেই শিশুটি মারা যায়। শিশুর স্যাম্পল সংগ্রহ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা বলেন, উপজেলা ইমাম সমিতির মাধ্যমে করোনা রোগীর মতোই শিশুটির মৃতদেহ দাফন কাফন করা হয়েছে। শিশুটির পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।