আন্তর্জাতিক :
প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ২৭৫১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়ালো।
করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ৮ লাখ ১৮ হাজার ৭৪৪ জন। মারা গেছে ৪৫ হাজার ৩১৮ জন।
গত কয়েক দিন ধরে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা কমলেও নতুন করে আবার বাড়লো।
এদিকে বিশ্ব ব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৫৬ হাজার ৭৪৫ জন। মারা গেছে ১ লাখ ৭৭ হাজার ৬১৯ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এর পর একে একে বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। এনডিটিভি, জনস হপকিনস ইউনিভার্সিটি, ওয়ার্ল্ডওমিটার।