মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে মাহে রমজানের ৩য় দিনে করোনার প্রাদুর্ভাবে ঘর বন্দি হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ লেবার ফেহারেশন চট্টগ্রাম শাখার সহ-সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা।
সোমবার দুপুরে উপজেলার কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের তার নিজ বাড়ীতে বাংলাদেশ লেবার ফেহারেশন চট্টগ্রাম শাখার পক্ষ থেকে ৩ ধাপে প্রায় ১’শ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্থনীয় রাজনীতিবিদ সায়েম সরকার, কবির সরকার লিটন, মোঃ রুহুল আমিন প্রমুখ।