ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে ১২৩তম বার্ষিক ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত

 

pc muradnagar, comilla(madrasa) 12-12-14
মো: মোশাররফ হোসেন মনির,  ১১ ডিসেম্বর (মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম মদরাসার ১২৩তম বার্ষিক ইসলামি মহাসম্মেলন উর্দ্দেগ্যে মাদরাসা মাঠে বৃহস্পতিবার দিবা-রাত্রি দু’অধিবেশনের সম্মেলন মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশনে উপজেলার কাজিয়াতল মাদরাসার মুহতামিম, হাকীমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহ.এর সোহবতপ্রাপ্ত আল্লামা মুফতী আনোয়ার আলী দা.বা. ও দ্বিতীয় অধিবেশনে মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম মদরাসার শায়খুল হাদীস, শাগরেদে রশিদ, শায়খুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রহ. আল্লামা আলহাজ্ব আব্দুল্লা লতিফ দা.বা. এর সভাপতিত্বে জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম মদরাসার শিক্ষা সচিব মুফতি আমজাদ হোসাইনের পরিচালনায় প্রধান অতিথি বিএনপি’র ভাইস চেয়ারম্যান, মুরাদনগর থেকে পাচঁ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও মুরাদনগরের গনমানুষের নেতা আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের অনুপুস্থিতে তারই ছোট ভাই ও বিষ্টি সমাজসেবক কাজী শাহ্ আবু কাওছার উপস্থিত ছিলেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মাদরাসায়ে নূরে মাদীনার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল খতিবে আযম আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী দা.বা., বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, চট্রগ্রাম প্রখ্যাত ইসলামিক স্কলার ও গবেষক ড.আ.ফ.ম খালিদ হোসাইন, বিশেষ অতিথি ঢাকার কলতাবাজার জামে মসজিদের খতিব মাও: খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, সুধন্যপুর সাদরাসায়ে ইসলামিয়া দারুল উলূমের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাও: মুফতী মোস্তাকুন্নবী, ঢাকার মান্ডা ঝিলপাড়া জামে মসজিদের খতিব মুফতী মেরাজুল হক মাযহারী, ডেমরা জামে মসজিদের খতিব মাও: ইয়াকুব উসমানী, দাবানল শিল্পী গোষ্ঠর পরিজালক মাও: আনিস আনসারী প্রমূখ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

মুরাদনগরে ১২৩তম বার্ষিক ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৩৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০১৪

 

pc muradnagar, comilla(madrasa) 12-12-14
মো: মোশাররফ হোসেন মনির,  ১১ ডিসেম্বর (মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম মদরাসার ১২৩তম বার্ষিক ইসলামি মহাসম্মেলন উর্দ্দেগ্যে মাদরাসা মাঠে বৃহস্পতিবার দিবা-রাত্রি দু’অধিবেশনের সম্মেলন মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশনে উপজেলার কাজিয়াতল মাদরাসার মুহতামিম, হাকীমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহ.এর সোহবতপ্রাপ্ত আল্লামা মুফতী আনোয়ার আলী দা.বা. ও দ্বিতীয় অধিবেশনে মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম মদরাসার শায়খুল হাদীস, শাগরেদে রশিদ, শায়খুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রহ. আল্লামা আলহাজ্ব আব্দুল্লা লতিফ দা.বা. এর সভাপতিত্বে জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম মদরাসার শিক্ষা সচিব মুফতি আমজাদ হোসাইনের পরিচালনায় প্রধান অতিথি বিএনপি’র ভাইস চেয়ারম্যান, মুরাদনগর থেকে পাচঁ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও মুরাদনগরের গনমানুষের নেতা আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের অনুপুস্থিতে তারই ছোট ভাই ও বিষ্টি সমাজসেবক কাজী শাহ্ আবু কাওছার উপস্থিত ছিলেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মাদরাসায়ে নূরে মাদীনার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল খতিবে আযম আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী দা.বা., বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, চট্রগ্রাম প্রখ্যাত ইসলামিক স্কলার ও গবেষক ড.আ.ফ.ম খালিদ হোসাইন, বিশেষ অতিথি ঢাকার কলতাবাজার জামে মসজিদের খতিব মাও: খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, সুধন্যপুর সাদরাসায়ে ইসলামিয়া দারুল উলূমের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাও: মুফতী মোস্তাকুন্নবী, ঢাকার মান্ডা ঝিলপাড়া জামে মসজিদের খতিব মুফতী মেরাজুল হক মাযহারী, ডেমরা জামে মসজিদের খতিব মাও: ইয়াকুব উসমানী, দাবানল শিল্পী গোষ্ঠর পরিজালক মাও: আনিস আনসারী প্রমূখ।