মনিরুজ্জামান পামেন, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) থেকে :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উপজেলার উজানচর ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মধ্যে এসব ত্রাণ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।
কৃষকদলের কেন্দ্রীয় নেতা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের নিজস্ব অর্থায়নে ১ হাজার পরিবারের মধ্যে সেহেরী ও ইফতার সামগ্রী উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ উপহার সামগ্রী সাধারণ মানুষের হাতে তুলে দেন।
এসময় তিনি বলেন, করোনা একটি প্রাণঘাতি ভাইরাস। পুরো পৃথিবীটাই এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছে। অদৃশ্য এই ভাইরাসের ছোবলে জনজীবন আজ বিপর্যস্ত। দেশের এই দূর্যোগময় মুহুর্তে অতীতের মতো আবারও মানুষের পাশে দঁাড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
সারাদেশেই বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে দঁাড়ানো হয়েছে। তিনি বলেন, করোনা ভাইরাসের মহামারিতে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে এবং সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকেই বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দঁাড়িয়েছি। এখন দুঃসময় চলছে। এই দুঃসময়ে মানুষ ও মানবতার পাশে দঁাড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, দেশের যে কোন দূর্যোগ ও দুঃসময়ে অতীতে যেমন বাঞ্ছারামপুরবাসীর পাশে দঁাড়িয়েছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকব।
বাঞ্ছারামপুরের সর্বস্তরের সকল মানুষই আমার আপনজন, পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধব। মানুষই মানুষের পাশে দঁাড়াবে, বিপদে আপদে এগিয়ে আসবে। কৃষিবিদ মেহেদী হাসান পলাশ দল মত, ধর্ম বর্ণ নির্বিশেষে বাঞ্ছারামপুর উপজেলার স্বচ্ছল ব্যক্তিদের সাধারণ মানুষের পাশে দঁাড়ানোর আহবান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি ভিপি দেওয়ান নাজমুল হুদা, পৌর বিএনপির সভাপতি মতিউর রহমান জালু, উপজেলা যুবদলের আহ্বায়ক ভিপি মজিবুর রহমান মজিব, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম শিবলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হারুন অর রশিদ, যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সালে মুসা, জেলা যুবদলের নেতা আবু হানিফ, যুবনেতা রফিকুল ইসলাম রফিক, সেন্টু, উপজেলা ছাত্রদল নেতা রুহুল আমিন সরকার রাজিব, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাহের হোসেন, ছাত্রদলের সদ্য বিদায়ী সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন, সহ-সভাপতি আবু কালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নয়ন, স্বেচ্ছাসেবক দলের নেতা মজিবর রহমান, মাহবুব হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।