কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার তিতাসের সাতানী ইউনিয়নের প্রবাসীদের আর্থিক সহযোগিতায় আস্থা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শনিবার দুপুরে সাতানী ইউনিয়নের ২২টি গ্রামের ৮শ ২৫টি পরিবারের মাঝে ১ বস্তা চাউল (২৫ কেজি ও ১০ কেজি), ২ কেজি সেমাই ও ১ কেজি চিনি বিতরণ করা হয়।
সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামছুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ আহমেদ ফকির, বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মিজান, প্রফেসর মো. রুহুল আমিন প্রমূখ।
এতে আরো উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার সফিকুল ইসলাম ভূঁইয়া, বর্তমান মেম্বার মো. যুবরাজ, মো. মুর্শিদ বেপারী, মো. হাবিবুর রহমান, আরিফ হোসেন প্রমূখ।