কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার তিতাসের মজিদপুর ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের সৌদি প্রবাসী মো. মনির হোসেনের ব্যক্তিগত উদ্যোগে আড়াইশ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার উপজেলার বালুয়াকান্দি গ্রামে ১৭০টি, কাকিয়াখালী গ্রামে ৫৫টি ও মজিদপুর গ্রামে ২৫টি পরিবারের মাঝে বুট, মুড়ি, চিনি, সেমাই, খেজুর সম্বলিত প্যাকেট তালিকাভূ্ক্ত অসহায় ও হতদরিদ্র ব্যক্তিদের ঘরে ঘরে পৌছে দেওয়া হয়।
উক্ত ইফতার সামগ্রী বিতরণ কাজে সহযোগিতা করেন, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক মিয়া সরকার, মজিদপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য আবুল কাশেম, আয়েশা ব্রাইট ফিউচার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক তন্ময় হাসান কাজল, বিশিষ্ট সমাজসেবক ডা. আব্দুল মান্নান মিয়া, মো. লিলু মিয়া, মো. রবিউল্লাহ, মো. ইউনুস প্রমূখ।
বালুয়াকান্দি গ্রামের মৃত হাজী ফজলুল হকের ছেলে সৌদি প্রবাসী মো. মনির হোসেন রমজানের পূর্বে উক্ত ৩টি গ্রামের ২৫০টি পরিবারের মাঝে নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন। দ্বিতীয় পর্যায়ে তিনি আজ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় ইতফার সামগ্রী বিতরণ করেন।