তপন সরকার, হোমনা প্রতিনিধিঃ
মুরাদনগর বার্তা টোয়েন্টিফোর ডটকমঃ কুমিল্লার ব্যবস্থাপণায় সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে ৪ এপ্রিল হোমনা উপজেলার মিরশ্বীকারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
মীর হোসেন আহসানুল কবীর, সিনিয়র তথ্য অফিসার, কুমিল্লা এর সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, হোমনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আল-আমীন, উপজেলা শিক্ষা অফিসার, হোমনা, ছামিনা হাফিজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, হোমনা, মোঃ ফরহাদ হোসেন সরকার, ইন্সট্রাকটর, উপজেলা রিসোর্স সেন্টার, হোমনা, মো: মোশারফ হোসেন, কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, হোমনা উপজেলা কমান্ড, আলহাজ মোঃ আবুল কাশেম প্রদান, ডেপুটি কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, হোমনা উপজেলা কমান্ড । সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ মনির হোসেন, সহকারী তথ্য অফিসার, কুমিল্লা। আরো বক্তব্য রাখেন মোঃ আবদুর রহমান, প্রধান শিক্ষক, মিরশ্বীকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, হোমনা, বিনা রানী দেবী, সহকারী শিক্ষক, মিরশ্বীকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোঃ আবু হানিফ, সহকারী শিক্ষক, কালমিনা নুরুল ইমলাম উচ্চ বিদ্যালয়, ও স্কুল পরিচালনা কমিটি সহ-সভাপতি, মিরশ্বীকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়।
মহিলা সমাবেশে বক্তাগণ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০০৯ সন থেকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে দ্রুতবেগে চলতে শুরু করেছে, যার লক্ষ্য হলো ২০২১ সনে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সনে উন্নত দেশে পরিনত হওয়া। বাংলাদেশ ইতিমধ্যে নিন্মমধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। দারিদ্র বিমোচন এবং শিশু ও মাতৃমৃত্যুর হারসহ বিভিন্ন ক্ষেত্রে সহশ্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এমন কোন সেক্টর নেই যে সেক্টরে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। গত ০১ জানুয়ারী প্রত্যেক স্কুলে ছাত্র- ছাত্রীদের হাতে সরকার নতুন বই পৌঁছে দিয়েছে। বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্ত্বের দেশ। বক্তাগণ মাদক, বাল্য বিবাহ, যৌতুক ও যৌন হয়রানিকে না বলার এবং উন্নয়ন প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। মহিলা সমাবেশের শুরুতে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সমাবেশে বিপুল সংখ্যক মহিলা উপস্থিত ছিলেন।