মো. নাজিম উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে করোনাভাইরাস এর প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া প্রায় অর্ধশত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে বাড়ী বাড়ী পৌছে দিয়েছে একতা সংঘ নামের একটি সামাজিক সংগঠনের একদল তরুন।
বুধবার দুপুরে উপজেলা সদর, ভুবনঘর, নবীপুর, বাহরামের কান্দা, রহিমপুর, হিরারকান্দা, মধ্যনগর, ঘোড়াশাল, দারোরা, পালাসুতা, চৈনপুর, নোয়াগাও, কামাল্লা, টনকী গ্রামের প্রায় অর্ধশত পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫কেজি, আলু ২.৫কেজি, ডাল ১কেজি, পেঁয়াজ ১কেজি, তৈল ১কেজি, ছোলাবুট ১কেজি, সেমাই ১প্যাকেট, কনডেন্স মিল্ক ১টি, লবন ও চিনি।
এসময় উপস্থিত ছিলেন, একতা সংঘের সভাপতি রাকিবুল ইসলাম,সহ-সভাপতি আবদুল বাছির, সাধারন সম্পাদক ইব্রাহীম শাহীর, যুগ্ম-সাধারন সম্পাদক সোয়াইব আহাম্মেদ সুমন, সহ-সাধারন সম্পাদক মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদ ফারাবি, অর্থ-সম্পাদক ফয়সাল আহাম্মেদ, সদস্য আবদুল্লাহ প্রমুখ।