মাহবুব আলম আরিফ, বিশষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলার ১১’শ মসজিদের ২২’শ ইমাম মোয়াজ্জেমকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রঙ্গণে এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের পক্ষ থেকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, ব্যবসায়ী আবু কাউসার সরকার, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধূরী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রুহুল আমিন, উপজেলা কৃষকলীগের আহবায়ক কামাল খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব সেলিম সরকার, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, মুরাদনগর থানা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ওমর ফারুক দেলোয়ার, জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক, বিল্লাল হোসেন, সফিক তুহিন প্রমূখ।