মাহবুব আলম আরিফ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র নির্দেশনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন আওয়ামীলীগ নেতা সেলিম হায়দার।
বুধবার দুপুরে উপজেলার ৩নং আন্দিকুট ইউনিয়নের প্রায় ৩’শ পরিবারের মাঝে বাড়ী বাড়ী গিয়ে এসব নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম ছারওয়ার চিনু, ব্যবসায়ী লুৎফুর রহমান, ইউপি সদস্য আঃ আলীম, সাবেক ইউপি সদস্য জাহের মিয়া, যুবলীগ নেতা আক্তারুজ্জামান, আসু মিয়া, ওয়ার্ড যুবলীগের সভাপতি খোরশেদ মিয়া প্রমূখ।
এ সময় আওয়ামীলীগ নেতা সেলিম হায়দার বলেন, মুরাদনগরের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হরুন এফসিএ মহোদয় ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি মু. রুহুল আমিন সাহেব এবং আমার এলাকার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন আল রশিদের নির্দেশনায় আমি এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমার নেতা আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হরুন মহোয়ের নির্দেশে করোনার এই প্রাদুর্ভাব যতদিন থাকবে ততদিন পযন্ত আমি এইসব অসহায় মানুষের পাশে আছি।