মুরাদনগর বার্তা ডেস্কঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাবা ও সৎ মার বিরুদ্ধে পানিতে চুবিয়ে দুই সন্তানকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২২ মে) রাতে উপজেলার নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার ঘটনায় শিশু দুটির মা সোনিয়া আক্তার বাদি হয়ে শনিবার দুপুরের শিশুদের বাবা সুমন মিয়া ও সৎ মা রুনা আক্তারের বিরুদ্ধে মুরাদনগর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ সৎ মা রুনা আক্তারক গ্রেফতার করেছে।
শিশুদের নাম স্বর্ণা (১১) ও ফারিয়া (৫)।
মামলার অভিযোগের বরাত দিয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম জানান, নবীপুর গ্রামের সুমন মিয়ার প্রথম স্ত্রী সোনিয়া আক্তারের দুই মেয়ে স্বর্ণা ও ফারিয়া। এ পরিবারকে রেখেই সুমন মিয়া প্রায় দুই বছর আগে রুনা আক্তার নামের ওই নারীকে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে উভয় স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়াঝাটি হয়ে আসছিল। শুক্রবার রাতে স্বর্ণা ও ফারিয়াকে তাদের বাবা সুমন মিয়া ও সৎ মা রুনা আক্তার পরিকল্পিতভাবে অপহরণ করে নিয়ে পানিতে চুবিয়ে হত্যা করেছে- এমন অভিযোগ এনে তাদের মা সোনিয়া আক্তার বাদি হয়ে মামলা করেছেন। শিশুদের বাবা সুমন মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।