কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এবার গড় পাসের হার ৮৫.২২ শতাংশ। এ বছর পরীক্ষায় ১ লাখ ৫৯ হাজার ৭০ জন অংশগ্রহণ করে পাস করেছে ১ লাখ ৩৫ হাজার ৫৬০ জন। গত বছরের তুলনায় এ বছর কমেছে পাসের হার। তবে বেড়েছে জিপিএ-৫ ও শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা।
এবার গড় পাসের হারে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন। এরমধ্যে ছেলে ৪ হাজার ৯১৫ জন ও মেয়ে ৫ হাজার ৩৩০ জন। গত বছর (২০১৯) এ বোর্ডে ১ লাখ ৯৩ হাজার ২৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিল ১ লাখ ৬৮ হাজার ৪৮০ জন (পাসের হার ৮৭.১৬) এবং জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৭৬৪ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান রবিবার সাংবাদিকদের এসব তথ্য জানান।
বোর্ডের সরবরাহকৃত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, গড় পাসের হারে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে রয়েছে। এক্ষেত্রে ছেলেদের পাসের হার ৮৬.৩১ শতাংশ এবং মেয়েদের ৮৪.৪১ শতাংশ। এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৬.৭৬ শতাংশ। এ বিভাগে ৪৪ হাজার ৭১২ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৩ হাজার ২৬৪ জন। এ বিভাগে পাসের হারে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে এবং জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাসের হার ৯৬.৯২ শতাংশ ও মেয়েদের পাসের হার ৯৬.৬০ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ পাওয়া ৯ হাজার ৭০৪ জনের মধ্যে রয়েছে ছেলে ৪ হাজার ৭৮৯ জন ও মেয়ে ৪ হাজার ৯১৫ জন।
মানবিক বিভাগে পাসের হার ৭৬.৩৩ শতাংশ। এ বিভাগে ৫৫ হাজার ৪২৪ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪২ হাজার ৩০৪ জন। এ বিভাগে পাসের হার ও জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাসের হার ৭৪.২৫ শতাংশ ও মেয়েদের পাসের হার ৭৬.৯৭ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ পাওয়া ১৬১ জনের মধ্যে রয়েছে ছেলে ১৪ জন ও মেয়ে ১৪৭ জন।
এদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৪.৮৩ শতাংশ। এ বিভাগে ৫৮ হাজার ৯৩৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৯ হাজার ৯৯২ জন। এ বিভাগেও পাসের হার ও জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে। ছেলেদের পাসের হার ৮৩.৮৩ শতাংশ ও মেয়েদের পাসের হার ৮৬.০৫ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ পাওয়া ৩৮০ জনের মধ্যে ছেলে ১১২ জন ও মেয়ে ২৬৮ জন রয়েছে।
এ বছর ১ হাজার ৭৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৬২টি প্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে এবং কোনও প্রতিষ্ঠানে পাসের হার শূন্য নেই। গত বছর শতভাগ শিক্ষা প্রতিষ্ঠান ছিল ১৩২টি। গত বছরের তুলনায় এ বছর এ বোর্ডে পরীক্ষার্থী কমেছে ৩৪ হাজার ২২৭ জন এবং জিপিএ-৫ বেড়েছে ১ হাজার ৪৮১ জন।
কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান জানান, গণিতে গত বছর পাসের হার ছিল ৯৩.৭৭ শতাংশ এবং এবার পাস করেছে ৮৮.৯৩ শতাংশ। অন্য বিষয়ে ধারাবাহিকতা থাকলেও গণিতে তুলনামূলক পাসের হার কিছুটা কমেছে।