শামীম আহম্মেদ, মুরাদনগরঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউপি চেয়ারম্যান শাহজাহানের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ করায় ক্ষীপ্ত হয়ে একই ইউনিয়নের যুবলীগ সভাপতি কুদ্দুস মিয়া ও তার ভাই খলিলুর রহমানের মাথা ফাটিয়ে দিয়েছে মাদকসেবী দুর্বৃত্তরা।
শনিবার বিকেলে কাজিয়াতল গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা শনিবার সন্ধ্যায় মুরাদনগর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে আবারো আরেক দফা হামলা করা হয়। এ বিষয়ে শনিবার রাতে দারোরা ইউনিয়ন যুবলীগ সভাপতি কুদ্দুস মিয়া বাদী হয়ে ইউপি চেয়ারম্যান শাহজাহানসহ ২০ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ করেছে। রোববার সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত চেয়ারম্যান শাহজাহানের সমর্থকরা এলাকায় মহড়া দিচ্ছে এবং থমথমে অবস্থা বিরাজ করছে।
দারোরা ইউনিয়ন যুবলীগ সভাপতি কুদ্দুস মিয়া বলেন, দারোরা ইউনিয়নে ভূয়া প্রকল্প দেখিয়ে এবং কাজ না করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। আমিসহ আমার অনুগতরা এর প্রতিবাদ করে বিভিন্ন দপ্তরে অভিযোগ করায় সে এলাকার মাদকসেবীদের সংঘবদ্ধ করে অতর্কিতে এ হামলা চালায়।
উক্ত বিষয়ে দারোরা ইউপি চেয়ারম্যান শাহজাহানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করেও মোবাইল ফোন রিসিভ না করায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মুরাদনগর থানার ওসি মনজুর আলম দু’পক্ষের দু’টি অভিযোগ পাওয়ার সত্যতা শিকার করে বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।