ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মঙ্গলবার একজন ডাক্তার, একজন শিক্ষক ও একজন ডায়াগনস্টিক কর্মীসহ ৫ জন করোনা রোগী সনাক্ত হয়।
এদের মধ্যে বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোঃ আতাউল করিম (৩৫), সেবা ডায়াগনস্টিক সেন্টারের রিসিপশনিস্ট শাহনাজ বেগম (২৫), জগন্নাথপুর গ্রামের লুৎফর রহমান (২৭), দরিয়াদৌলত উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুদ্দোহা (৪০), ভিটি ঝগড়ারচর গ্রামের মোঃ রায়হান (২৫)।
গত শনিবার আইসিডিডিআরবি ঢাকাতে এদের নমুনা পাঠানো হলে আজ রিপোর্ট পেয়ে করোনা পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আল মামুন। করোনা আক্রান্ত সবাই আইসোলেশনে আছে।