শাহ আলম জাহাঙ্গীর, বিশেষ প্রতিনিধিঃ
ঢাকা কলেজ ছাত্রসংসদের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির ছাত্রদলেরর সহসাধারণ সম্পাদক ছাত্রদল নেতা মো. আনিছুর রহমান সুজন শনিবার (৬জুন) নিজ অর্থায়নে বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের প্রায় ৪০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, ১০০ দরিদ্রব্যক্তিকে নগদ টাকা ও ৫০০ মাস্ক বিতরণ করেন।
ফরদাবাদ ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল হক অরুন মাস্টারের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফরদাবাদ ইউনিয়নের যুবদল সভাপতি মো. সালাউদ্দিন, সাবেক যুবদল সভাপতি মো. মনির হোসেন সরকার, ফরদাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, সাবেক উপজেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম শামীম,সাবেক উপজেলা যুবদল নেতা মো. খলিলুর রহমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুর রহমান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, মহসিন মিয়া, নাসির উদ্দিন প্রমুখ।
ছাত্রদল নেতা আনিছুর রহমান সুজন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনামহামারীতে এলাকার দুস্থ অসহায় দরিদ্র কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি।এটা আমার নৈতিক দায়িত্বও মনে করি। তাই স্থানীয়যুবদলের নেতাকর্মীদের নিয়ে সরকরের স্বাস্থ্যবিধি মেনে খাদ্যসামগ্রী বিতরণ করি। ভবিষ্যতে এ ত্রাণ কার্য অব্যাহত থাকবে।