জালাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশে এখন বড় আতঙ্কের নাম করোনা ভাইরাস। যা ইতোমধ্যে কেড়ে নিয়েছে অসংখ্য মানুষের প্রাণ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। এপরিস্থিতিতে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দিন আনে-দিন খাওয়া কর্মহীন হতদরিদ্র,প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দঁাড়ালেন প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ নামের একটি সংগঠন।
এসময় প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে গোলাম মোস্তফা,মোঃ মাজু মিয়া,মতিউর রহমান ও মফিজুর রহমানের নেতৃতে শুক্রবার সকালে বিনাইপাড় জামে মসজিদ মাঠে প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সকল সদস্যের অর্থয়ানে প্রথম বারের মত ২৩০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রতিটি পরিবারকে ৫ কেজি করে চাল,২ কেজি আলু, ১ কেজি পেয়াজ,১ লিটার সয়াবিন তেল,১ কেজি মসুরি ডাল ও পেকেট লবন দেয়া হয়। ত্রান সামগ্রী বিতরণে সময় উপস্থিত ছিলেন,বিনাইপাড় গ্রামের সুশিল সমাজ ও ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার মানুষ।