ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়াবা ঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের পাড়াতলী ছেলে জোবায়েদ হোসেন চৌধরী(রাজিব) (৩৫) তার পিতা হুমায়ন চৌধুরী(৭৫) কে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। এসময় মা ও মেয়ে রশনীকেও (৬) আঘাত করে রাজিব। তাদের অবস্থা আশষ্কাজন বলে জানা গেছে।
সমবার সকাল ৯টা সময় নিজ ঘড়ের ভিতরে বডি দা দিয়ে এলোপাতারি ভাবে কুপিয়ে খুন করে
জানা যায়, রাজিবের স্ত্রী এক সন্তান রেখে প্রায় এক বছর আগে চলে যায়। রাজিব কোন আয় রোজগার করতেন না। আজ সকালে তার মা এর কাছে টাকা চায় এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রাজিব(৩৫) তার বাবা কে বডি দা দিয়ে এলোপাতারি ভাবে কুপিয়ে খুন করে।এসময় মা বাধা দিলে তাকেও আঘাত করে চিৎকার শুনে তার মেয়ে আসলে তাকেও মাথায় আগাত করে রাজিব।
এঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন চৌধরী বলেন,বাঞ্ছারামপুর থানার পুলিশ রাজিবকে আটক করেছে। তার বাবার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।