মোঃ সুমন সরকার, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে করোনায় আক্রান্ত মুমূর্ষ রোগীদের জীবন বাঁচাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০শয্যা বিশিষ্ট অক্সিজেন সরবরাহ ইউনিট উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে এ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র নিজস্ব অর্থায়নে স্থাপন করা এই অক্সিজেন ইউনিটের উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর।
জানা যায়, এই সেন্ট্রাল অক্সিজেন হাই-ফ্লো নজেল ক্যানোলা অক্সিজেন সার্ভিস চালু হওয়াতে একসাথে দশজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া মুমূর্ষ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া যাবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা অভিষেক দাস, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম.রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, ভাইস চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ তমাল, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ নাজমুল আলম প্রমুখ।
অক্সিজেন সরবরাহ ইউনিট উদ্বোধন শেষে টিআর, কাবিটা কর্মসূচির আওত্তায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর করেন সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ ও জেলা প্রশাসক আবুল ফজল মীর।