ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৪ নারী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৯ জুলাই) উপজেলার সোনারামপুর ইউনিয়নের কানাইনগর গ্রামের এক গৃহিণীর চেইন ছিনতাইকালে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটককৃত নারীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বানু বেগম (৩৬), নারজিন আক্তার (৩০), নাছু আক্তার (২২), লোপা বেগম (২০)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বেলা ১২টার দিকে সোনারামপুর ইউনিয়নের কানাইনগর গ্রামের নির্জন রাস্তায় গৃহিণীকে একা পেয়ে জাপটে ধরে ছিনতাইকারীরা। পরে ভয় দেখিয়ে জোর করে গৃহিণীর গলায় থাকা দেড় ভরি ওজনের একটি চেইন ছিনিয়ে নেয়। ওই সময় গৃহিণীর চিৎকার শুনে স্থানীয়রা চার ছিনতাইকারীকে আটক করে। পরে এলাকাবাসী বাঞ্ছারামপুর থানা পুলিশে খবর দেন। পুলিশ এসে ছিনতাইকারীদের থানায় নিয়ে যায়।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ্ উদ্দিন চৌধুরী নারী ছিনতাইকারীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরো জানান, বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা হয়েছে