মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের আওয়ামীগের প্রয়াত সভাপতি মো. আবদুর রশিদ সরকারের রুহের মাগফেরাত ও শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বাদ আসর হোমনা এমপির রাজনৈতিক কার্যালয়ে কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী’র সহযোগীতায় ও আওয়ামী লীগের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিলে অংশ নেন, হোমনা পৌর মেয়র এডভোকেট মো.নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গাজী ইলিয়াস, উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহবুবুর রহমান খন্দকার, কুমিল্লা (উ:) জেলা জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সস্পাদক মো. আকবর হোসেন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. আবদুস সালাম ভূইয়া, উপজেলা তাঁতীলীগের সভাপতি মো. হাসান ভূইয়া, সাধারণ সম্পাদক কবির হোসেন, ঘারমোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (মনির), উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল সরকারসহ আওয়ামী লীগ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া অনুষ্ঠানে নেতারা আবদুর রশিদ সরকারের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।