দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পাঁচ হাজার বৃক্ষরোপণ করেছে ‘দেবিদ্বার গ্রুপ’ নামে একদল বৃক্ষপ্রেমী। ‘সোনার বাংলাদেশ গড়তে হলে সবুজের বাংলাদেশ গড়তে হবে আগে’ ‘দাও ফিরে সে অরণ্য লও এ নগর’ এ শ্লোগানকে সামনে রেখে উপজেলার জাফরগঞ্জ ইউপির বিভিন্ন সরকারি/বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি পতিত জায়গা, বাড়ির আঙ্গিনায়, রাস্তার পাশে এসব বৃক্ষ রোপন করেন দেবিদ্বার গ্রুপের সদস্যরা।
শনিবার বিকেল সাড়ে ৫টায় জাফরগঞ্জ গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিশান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণে অংশ নেন ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, আওয়ামী লীগ নেতা মো. জহিরুল ইসলাম, সুজিত পোদ্দার, সোহরাব হোসেন ভূঁইয়া, ইউপি যুবলীগের সভাপতি মো. অপু আহম্মেদসহ ইউপি আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা।
এর আগে ১১ জুলাই শনিবার ভিরাল্লা উচ্চ বিদ্যালয়ে মাঠে মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। গত এক মাসে গ্রুপের সদস্যরা জাফরগঞ্জ ইউপির বিভিন্ন সরকারি/বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি পতিত জায়গা, বাড়ির আঙ্গিনায়, রাস্তার পাশে ওষুধি, ফলজ, বনজসহ বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ হাজার বৃক্ষরোপণ করে।
উদ্যোক্তরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করতে ইউপির বিভিন্ন জায়গা আমরা প্রায় পাঁচ হাজার বৃক্ষরোপণ করেছি। আমরা সবুজ নগরায়ন গড়তে চাই, নতুন প্রজন্ম যেন বিশুদ্ধ নিঃশ্বাস নিতে পারে সে লক্ষ্যে আমাদের যাত্রা অব্যাহত থাকবে।
ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন বলেন, একদল বৃক্ষপ্রেমীর এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। আমিও বৃক্ষরোপণে তাদের সঙ্গে অংশ নিয়েছি।