সুমন সরকার, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি নিশ্চিত করার লক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে সিএনজি চালক ও যাত্রী এবং বাসের টিকিট কাউন্টার ও যাত্রীদের জরিমানা করা হয়।
রবিবার বিকেলে উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল। এসময় মাস্ক পরিধান না করায় পথচারীদেরকে সতর্ক করার পাশাপাশি বাসের টিকিট কাউন্টার, সিএনজি চালক এবং যাত্রীদেরকে ৩টি মামলায় ৬হাজার ৩০০টাকা জরিমানা করা হয়।
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল বলেন, মুরাদনগর থানা পুলিশের সহায়তায় এ অভিযানে অনেক পথচারীকে সতর্ক করার পাশাপাশি ৩টি মামলায় ৬হাজার ৩০০টাকা জরিমানা করা হয়েছে। এ উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।