কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার তিতাসে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মজিববর্ষ উপলক্ষে মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলার গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজ মাঠের চারিদিকে বৃক্ষরোপনের মধ্যে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও রাস্তার পাশে প্রায় পাঁচ হাজার ফলজ ও বনজ চারা রোপন করা হবে।
উক্ত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফরহাদ আহমেদ ফকির। এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. হাতেম তাই, উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি মো. সারোয়ার হোসেন, মো. পাভেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন প্রমূখ।
উক্ত বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনকালে মো. ফরহাদ আহমেদ ফকির বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগ এ কর্মসূচি গ্রহণ করেছে। বিশেষ করে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের পরামর্শক্রমে তা বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরো বলেন, করোনা পরিস্থিতিতে ছাত্রলীগ উল্লেখ্যযোগ্য ভূমিকা করে জনগণের আস্তা অর্জন করতে সক্ষম হয়েছে।