মোঃ তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা বিজ্ঞ আমলি আদালত-৪ এর নির্দেশে ১ মাস ৫ দিন পর দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ গ্রামের নিহত মুহিনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়।
রবিবার (২৩ আগস্ট) দুপুর সোয়া ১২ টায় কুমিল্লা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকারের উপস্থিতে এ লাশ উত্তোলন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার উপ-পরিদর্শক মোঃআবদুস সালামসহ পুলিশের একটি টিম।
সূত্রে জানাযায়
গত ১৮ জুলাই রাত সাড়ে ৯ টার দিকে একই ইউনিয়নের মরিচা গ্রামের আবুল হাশেম মিয়ার স্কুল পড়ুয়া মেয়ে রিয়া মনি(১৮)’র সাথে প্রেমের সম্পর্কের জের ধরে রিয়ার দুই ভাই মেহেদি ও জামাল মুহিনকে তাদের বাড়ির পাশে শারিরিক নির্যাতন করে হত্যার অভিযোগ করেছেন মুহিনের পরিবার। পরে ২৯ জুলাই মুহিনের বড় বোন আয়শা আক্তার বাদি হয়ে কুমিল্লা আদালতে রিয়াসহ চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই প্রেক্ষিতে আদালতের নির্দেশে মরদেহটি উত্তোলন করা হয়।