মাসুম মুন্সী, স্টাফ রির্পোটারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে জাহিদ হাসান (১৭) নামের দশম শ্রেণির এক স্কুল ছাত্র ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার সন্ধান না পাওয়ায় পরিবারে চলছে কান্নার রোল।
নিখোঁজ জাহিদ হাসান পৌর এলাকার পূর্ব চান্দিশকরা গ্রামের রুস্তম আলীর ছেলে।
চৌদ্দগ্রাম এইচ জে পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র সে।
গত ৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয় জাহিদ হাসান। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে বলে জানা গেছে।
গত ১৬ এপ্রিল মোবাইল ফোনটি খোলা পেয়ে বার বার কল দেয়া হলেও কেউ তা রিসিভ করেনি। বর্তমানে সেটি বন্ধ রয়েছে। জাহিদ নিখোঁজের পর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও শুক্রবার পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে তার বড় ভাই কামরুল হাসান বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৭৫৬) করেছেন। কোন স্বহৃদয়বান ব্যক্তি জাহিদ হাসানের সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা বা ০১৮৪৩৬৪৬৭৩০ নম্বরে যোগাযোগ করতে তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।