এন এ মুরাদ, মুরাদনগরঃ
কুমিল্লা জেলা স্কাউটসের ত্রিবার্ষিক সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুরাদনগর উপজেলার টনিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজীউল হক চৌধুরী কমিশনার নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জিলা স্কুল অডিটরিয়াম হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন কুমিল্লা স্কাউটস সভাপতি ও জেলা প্রশাসক আবুল ফজল মীর।
গাজীউল হক চৌধুরী জানান, স্কাউটস কুমিল্লা জেলা ত্রিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার সকালে শুরু হয়। সেখানে আমি ইলেকশন পদ্ধতিতে আমি ৬১ ভোট পেয়ে কমিশনার নির্বাচিত হই। আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী একে এম মনিরুল হক মাস্টার পেয়েছেন ৪২ ভোট।
তিনি আরো জানান- যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এবং জেলা, উপজেলার স্কাউটস নেতৃবৃন্দ ও সদস্যের প্রতি আমার সালাম।
পাশাপাশি দোয়া কামনা করছি আমি যেন অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।