কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার তিতাসে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে টেকনোলজি এমপাওয়ারম্যান্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ টেকাবের কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় মাসব্যাপি মোবাইল ভ্যানের মাধ্যমে ভ্রাম্যমাণ আইসিটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তঅ মোঃ নুরুল আমিন ভূঁইয়া প্রমূখ।