মো: বিজয় নেছারঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর পূর্ব পাড়া আনছর আলী হাজ্বী বাড়ি একটি অস্থায়ী মসজিদ হতে প্রায় চার হাত লম্বা বিষধর সাপ ও ডিম উদ্ধার করেছেন এক সাপুড়ে।
শুক্রবার বিকালে হাজ্বী আনছর আলী মোল্লাবাড়ির মসজিদ থেকে ডিম সহ এই সাপটি উদ্ধার করা হয়। সাপ ধরা দেখতে শতাধিক মানুষ জড়ো হয়।
স্থানীয়রা জানান, গত কিছুদিন পূর্বে নামাজ পড়তে মুসলীরা মসজিদে প্রবেশ করলে মসজিদের ভেতরে সাপটি লম্বা হয়ে পরে থাকতে দেখা যায় । মানুষের টের পেয়ে সাপটি গর্তে ডুকে যায়। মুসল্লিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল ।
বিষয়টি মসজিদ কর্তৃপক্ষকে অবহিত করলে তারা মাধবপুরের হানিফ নামে সাপুড়ের শরণাপন্ন হয়।
আজ দুপুর ২টা থেকে সাপ ধরার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সাপটি ধরেন।
ওই এলাকার দুলাল মিয়া বলেন, কিছুদিন ধরে মসজিদে সাপ দেখতে পাই। এরপর থেকে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুসলীরা নামাজ পরে ভয়ে ভয়ে।
এ অবস্থায় এক সাপুড়ের সঙ্গে কথা বলে তাকে নিয়ে আসা হয়।সাপুড়ে হানিফ জানান, উদ্ধার হওয়া সাপটি কালি ফানুস।