ফয়সাল আহম্মেদ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে অন্য প্রার্থীদের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন ভূইয়া জালু মাষ্টারের ছেলে নূর মোহাম্মদ ভূইয়া। ইউনিয়নের বাসিন্দারা বলছেন- ক্লিন ইমেজের জন্য স্থানীয় মানুষের কাছে তুমুল জনপ্রিয় তিনি।
নূর মোহাম্মদ দীর্ঘদিন রাজনীতি করলেও কারও সঙ্গে স্বার্থের দ্বন্দ্বে না জড়ানোয় সকলের পছন্দের প্রার্থী তিনি। বরং সবাইকে নিয়ে ইউনিয়নের উন্নয়নে দীর্ঘদিন ধরে ছাত্রলীগের নেতা হিসেবে নিঃস্বার্থভাবে কাজ করছেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, দলমত নির্বিশেষে সব ধরনের মানুষের সাথে সুসম্পর্ক নূর মোহাম্মদের। এলাকার মানুষের বিপদে পাশে থাকায় সবাই তাকে পছন্দ করেন। এলাকার মানুষই তাকে নির্বাচনে অংশ নিতে অনুরোধ করেছেন। ফলে সুষ্ঠু ভোট হলে নূরমোহাম্মদ আওয়ামী লীগের মনোনয়ন পেলে বিজয়ী হবেন বলে বিশ্বাস করেন তারা।
ইউপি নির্বাচন নিয়ে চেয়ারম্যান প্রার্থী নূর মোহাম্মদ বলেন, আমি দীর্ঘদিন আওয়ামীলীগ ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকায় মানুষের সমস্যাগুলো প্রত্যক্ষ করেছি। সেগুলো সমাধানে জনপ্রতিনিধি হিসেবে কীভাবে কাজ করতে হবে সে বিষয়েও ধারনা পেয়েছি। নির্বাচিত হলে আমি সোনারামপুর কে মডেল ইউনিয়ন উপহার দিতে চাই।
তিনি আরও বলেন, ইউনিয়নে অনেক সেবা আছে, যেগুলো স্থানীয় মানুষ জানেন না। ঠিকঠাক সেগুলো তাদের কাছে পৌঁছে দিলে তারা স্বাবলম্বী হতে পারবেন। আমি সেই সেবাগুলো তাদের বাড়িতে পৌঁছে দিতে চাই।