ফাহাদ রহমান:
কুমিল্লার হোমনা উপজেলার সামাজিক সংগঠন কাশিপুর তরুণ প্রজন্ম এর উদ্যোগে ৭দিন ব্যাপি “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২০” সফলভাবে পালন করা হয়েছে।
গত ২৭শে সেপ্টেম্বর থেকে শুরু করে ৪ঠা অক্টোবর পর্যন্ত ৭ দিন ব্যাপি চলা এই বৃক্ষরোপণ অভিযানে উপজেলার কাশিপুর থেকে রঘুনাথপুর বাজার পর্যন্ত রাস্তার দুই ধারে প্রায় ১২০টি কৃষ্ণচূড়া গাছ রোপণ করার মাধ্যমে সংগঠনটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে।
বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন ও সংগঠনটির সভাপতি তাইজুল ইসলাম সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব জিল্লুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহেদুল ইসলাম শাহেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, ধর্ম-বিষয়ক সম্পাদক(ইসলাম) মোঃ শাহেদুল ইসলাম, রাখাল চন্দ্র জনি(হিন্দু ধর্ম), দপ্তর সম্পাদক আবদুর রহমান ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক খাইরুল ইসলামসহ প্রায় ৭০জন সেচ্ছাসেবী ও সংগঠনের সদস্যবৃন্দরা।
এ সময় সংগঠনটির সভাপতি তাইজুল ইসলাম বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা যেমন কঠিন, তেমনি বৃক্ষরোপণের চেয়ে এর রক্ষনাবেক্ষণ অনেক বেশি কঠিন। তাই সকলের উচিৎ বৃক্ষগুলোর সঠিক পরিচর্চার মাধ্যমে এই কর্মসূচির চূড়ান্ত সফলতা অর্জন করা।মহাসচিব জিল্লুর রহমান বলেন, বৃক্ষরোপণের এই কর্মসূচির প্রকৃতির সাক্ষী হয়ে থাকবে এবং সবুজায়নেও উদ্ভুদ্ধ করবে হাজারো প্রকৃতিপ্রেমী ও দেশপ্রেমিদের।
প্রসঙ্গত, সংগঠনটি ২০১৯ সালের ১১ই আগষ্ট প্রতিষ্ঠার পর থেকেই অসহায়দের ঘর তৈরি, শীতবস্ত্র বিতরন, অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা প্রদান, মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নেওয়া, মাদক থেকে দূরে থাকতে তরুন প্রজন্মকে খেলার সামগ্রী বিতরনসহ করোনাকালীন সময় প্রধান সড়কগুলোতে ব্লিচিং পাওডার ছিটানো, সচেতনামূলক লিফলেট বিতরন, মসজিদে ৩ বেলা জনসচেতনতামুলক ঘোষনা, বিশেষ ব্যবস্থায় লকডাউন বাস্তবায়ন, কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরনসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছ।