মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান করে মন্ত্রিসভায় খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ ও উক্ত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র্যালি ও আলোচান সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনার নেতৃত্বে কুমিল্লা-২ আসনের এমপি’র রাজনৈতিক কার্যালয় থেকে আনন্দ র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম (প্রিন্স) এর উপস্থাপনায় এতে মহিলা আওয়ামী লীগ সভানেত্রী নাসিমা আক্তার রীনার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পারুল আক্তার, সাংগঠনিক সম্পাদক রুশিয়া আক্তার, পৌর মহিলা লীগ সাধারণ সম্পাদক শাহীনূর আাক্তর, পৌর কমিশনার সুরিয়া আক্তার, নিলখী ইউনিয়নের মহিলা লীগ সভাপতি নীলা আক্তার, ভাষানিয়া ইউনিয়ন শাখা মহিলা লীগ সভাপতি মাফিয়া আক্তার, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার সহ মহিলা লীগের নেতৃবৃন্দ।