মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ভয়াবহ অগ্নিকান্ডে নগদ ৪ লাখ ৯০ হাজার টাকা সহ ৩টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার সকালে জয়পুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আসাদ মিয়ার বাড়িতে গ্যাস সিলেন্ডার থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এসময় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ এর প্রতিনিধি দলের মাধ্যমে ভার্চুয়ালি কনফারেন্সে ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা ও নগদ আর্থিক অনুদান প্রদান করেন। শেষে তাদের কথা চিন্তা করে জীবন স্বাভাবিক করার লক্ষে অল্প সময়ের মাধ্যমে ক্ষতিগ্রস্থদের কে নতুন ঘর নির্মাণ করার ঘোষণা দিয়েছেন।
পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা রমন দে খুব দ্রুতগতিতে ঘটনাস্থল এসে মানবিক সহায়তা তহবিল থেকে ৫ বান্ডেল ঢেউ টিন ও আর্থিক অনুদান প্রদান করেন।
জানা যায়, স্থানীয় মসজিদে আগুন লাগার বিষয়টি মাইকিং করে জানানো হলে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে একটি চৌ’চালা ও দুইটি দু’চালা ঘর পুড়ে ছাই হয়ে যায়।