রায়হান চৌধুরী, কুমিল্লা প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
জানা যায়, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল হুদা কাজলের সভাপতিত্বে দলের ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে শনিবার (২৪ অক্টোবর) বিকেলে দলীয় নতুন কার্যালয়ের শুভ উদ্ভোধন করেন। ভিটি বিশাড়া নতুন বাজারে উক্ত দলীয় কার্যালয় উদ্বোধনের সময় উপজেলার কয়েকটি ইউনিয়নের আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে আওয়ামীলীগ নেতা সাংবাদিক আল-আমিন উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুকে যারা ভালবাসেন তাদের জন্যই এই অফিস। তৃণমূলে যত নেতাকর্মী আছেন যাঁরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মনে প্রাণে বিশ্বাস করেন, জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে যারা নিজেকে নিবেদিত করেন তাঁদের জন্যই এই অফিস। তিনি বক্তেব্যের পূর্বে স্বাধীনতা মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ‘৭৫ এর ১৫ আগস্টে নিহত ও জাতীয় চারনেতা এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার স্মরণে গভীর মাগফেরাত কামনা করেন।
ছাত্রলীগ নেতা সোহাগ সরকারের উপস্থাপনায় ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলমের বক্তব্যে তিনি বলেন, আমি নতুন কার্যালয়ে সভাপতির চেয়ার সংরক্ষিত রেখেছি। শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার স্বরনে উপস্থিত সকলকে নিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
নতুন কার্যালয় উদ্বোধনকালে অন্যান্যদের মাঝে আরোও উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা জাহিদখানমীর, গোলাম মাওলা, উপজেলা যুবলীগ সদস্য দেওয়ান ময়নাল, কাদির সরকার, ভজনকর, ছাত্রলীগ নেতা মামুন, শাহআলম সরকার, দেলোয়ার হোসেন ফরচান, আলাউদ্দিন আকাশ, আপেল, শাকিল, মাওঃ আল-আমিন, দিদার আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন হতে আগত শতাধিক নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।