ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধিঃ
সংযুক্ত আরব আমিরাতে চলছে ক্রিকেট বিশ্বের বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। কিন্তু ঝমকালো এ আসরটি ভারতের হলেও একে কেন্দ্র করে ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুরের বিভিন্ন এলাকায় প্রতিদনই বসছে জমজমাট জুয়ায় আসর। বাজির নামে এমন জুয়াতে নিঃস্ব হচ্ছেন অনেকেই। যাদের বেশিরভাগই তরুণ।
‘এই ওভারে ছক্কা হবে। কারা পক্ষে এবং কারা বিপক্ষে বাজি ধরবেন?’ এমন করেই হাঁক ছাড়ছেন একজন, আর উপস্থিত দর্শকরা পক্ষে-বিপক্ষে একটা নির্দিষ্ট অংকের বাজি (জুয়া) ধরছেন। আইপিএল ঘিরে বাঞ্ছারামপুরে এমন করেই চলছে রমরমা বাজি বাণিজ্য।
উপজেলার বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, পাড়ার মোড়ের দোকানে প্রতিদিন আইপিএল’র খেলার সময় চলে এমন জমজমাট বাজি ধরার খেলা। এসব স্থানে দর্শক যতোটা না খেলা দেখার টানে উপস্থিত হন, তারচেয়ে বেশি থাকে জুয়ার টান। আইপিএল-কে ঘিরে এই বাজিতে হাজার হাজার টাকার বাণিজ্য হচ্ছে বাঞ্ছারামপুরে ।
খোঁজ ও অভিযোগে জানা গেছে,উপজেলার সদর, রুপসদি, ফরদাবাদ,সোনারামপুর, পাহাড়িয়াকান্দি, তেজখালি সহ প্রভৃতি এলাকার চায়ের দোকান এবং চায়ের হোটেলে আইপিএলকে ঘিরে বাজি ধরার প্রবণতা বেশি দেখা যায়।
জানা গেছে, বাঞ্ছারামপুরের বিভিন্ন এলাকায় আইপিএলকে ঘিরে যে জুয়ার খেলা চলছে। তার মধ্যে ক্রিকেটপ্রেমী নিম্নবিত্ত ও তরুণ শ্রেণির মানুষই বেশি। বাজিতে অর্থ লাভের আশায় তারা সারাদিনের পারিশ্রমিক নিয়ে বাজি খেলায় বসেন। খেলা শেষে কারো মুখে দেখা যায় খুশির ঝিলিক, আর কেউ বাসায় ফিরেন মলিন মুখে।
এই শ্রেণির বাইরে মধ্যবিত্ত শ্রেণির একটি অংশও আইপিএল-কে ঘিরে এলাকায় বাজির খেলায় মেতেছে। জুয়ায় সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে ১০০০-২০০০ হাজার টাকাও বাজি ধরা হয়।