রায়হান চৌধুরী :
“মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশং সর্বত্র” এই শ্লোগানকে সামনে রেখে মিরপুর হাইওয়ে পুলিশ ফাড়িঁতে কমিউনিটি পুলিশিং ডে দিবস উদযাপিত হয়েছ।
শনিবার (৩১ অক্টোবর) সকালে মিরপুর হাইওয়ে ফাড়িঁ প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং ডে’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী উৎসাহ, উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে দিবসটি উদযাপনের জন্য নানা কর্মসূচি ও প্রস্তুতি নিয়েছে পুলিশের বিভিন্ন ইউনিট।
এ বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মিরপুর হাইওয়ে কমিউনিটি পুলিশিং ডে ফোরামের মিয়া মোহাম্মদ তুহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিরপুর হাইওয়ে ফাড়িঁর ইনচার্জ আব্দুর রব, বিশিষ্ট ব্যবসায়ী হাজী নওয়াব মিয়া, মিয়া মোহাম্মদ মোর্শেদ, মাধবপুর ইউপি’র সদস্য ও প্যানেল চেয়ারম্যান হাজী আনোয়ার হোসেনসহ এলাকার সুশিল সমাজের প্রতিনিধিগণ।
এ সময় মিরপুর হাইওয়ে ফাড়িঁর ইনচার্জ আব্দুর রব বলেন, নারী নির্যাতন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের পাশাপাশি সাইবার অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি জানান।
অন্যানদের মাঝে আরোও উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশের সদস্য মাহাবুব আলম, আমির হোসেন, গিয়াস উদ্দিন, হুমায়ূন কবির, দেলোয়ার হোসেন, ইব্রাহিম খলিল প্রমূখ।
উল্লেখ্য: ২০১৫ সালের ৩১ অক্টোবর বাংলাদেশ কমিউনিটি পুলিশিং ফোরাম নামে একটি সংগঠন চালু করেন সাবেক (আইজিপি) শহিদুল হক।