কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় কাভার্ডভ্যানে করে পাচারকালে ফেনসিডিলের একটি বড় চালান জব্দ করা হয়েছে। কুমিল্লা কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট কুমিল্লার একটি দল মঙ্গলবার ভোরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ভ্যাট ফাঁকির পণ্য ধরতে অভিযান চালায়।
এ সময় একটি কাভার্ডভ্যানে করে পাচারকালে ফেনসিডিলের চালানটি ধরা পড়ে। সন্ধ্যায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশিনারেট কুমিল্লার সহকারী কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ ছালাউদ্দিন রিপন বিষয়টি নিশ্চিত করেন।
সন্ধ্যায় কুমিল্লা কাস্টমসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা কাস্টমসের ভ্যাটের একটি দল পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করে। পরে কাভার্ডভ্যানে থাকা ছয়টি ছোট কার্টন থেকে ৫৮১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।