সুমন সরকার, বিশে প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগ উপজেলায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোটর সাইকেল শুভাযাত্রা বের করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য শাহেদুল হক সুজন মেম্বারের নেতৃত্বে বাখরনগর এলাকা থেকে শতাধিক মোটর সাইকেল নিয়ে এ শুভাযাত্রা বের হয়।
এ সময় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে আয়োজিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন নেতাকর্মিরা।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নবীপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, অভি আহম্মেদ বাদশা, মোহাম্মদ কাইয়ুম, যুগ্ম- সাধারণ সম্পাদক বাবুল সরকার, মনির হোসেন, জসিম উদ্দিন, লিটন মিয়া, আল-আমিন, জালাল মিয়া প্রমুখ।