মোঃ জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) থেকেঃ
“ডায়াবেটিস সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই” এ শ্লোগানে শনিবার তিতাস ডায়াবেটিক সমিতির উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও ফ্রি ডায়াবেটিস হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিবসটির শুভ উদ্বোধন করেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, তিতাস থানা ওসি (তদন্ত) মো.শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খাঁন প্রমূখ।
বলরামপুর ইউপি চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. নূর নবী, সাতানী ইউপি চেয়ারম্যান মো.শামসুল হক সরকার, জগত পুর ইউপি চেয়ারম্যান মো.মজিবুর রহমান, মজিদপুর ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া সরকার প্রমূখ।।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, তিতাস ডায়াবেটিস সমিতির সভাপতি ডাঃ মো. মফিজ উদ্দিন মঈন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাকারিয়া ও তিতাস ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মো. নূরে-আলম সিদ্দিকীসহ অন্যান্য সদস্যগণ।
পরে উপজেলা মাঠ থেকে একটি র্যালী বের করে হোমনা-গৌরিপুর সড়ক প্রদক্ষিন করে উপজেলার কড়িকান্দি বাজারে অবস্থিত তিতাস ডায়াবেটিস হাসপাতালে এসে শেষ হয়।