কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার তিতাসে মাস্ক না পরার অপরাধে জরিমানা দিয়ে উপহার পেলেন মাস্ক। বুধবার উপজেলা কমপ্লেক্সে সেবা নিতে আসা মাস্কবিহীন ২১জন সেবাপ্রাথর্ীকে ৩হাজার ৩শ ৫০টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. রাশেদা আক্তার অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরিমানাকারীদের একটি করে মাস্ক উপহার দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তার বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ প্রতিরোধে মোবাইল কোর্টের পাশাপাশি প্রশাসনের উদ্যোগে বিভিন্ন হাটবাজার ও গ্রামাঞ্চলে জনসচেতনতার লক্ষ্যে প্রচারাভিযান চলানো হচ্ছে।