মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দড়িচর খেলার মাঠে বেলা সাড়ে ৩ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওয়ার্ড পর্যায় থেকে আসা দড়িচর বনাম নোয়াগাঁও দুর্গাপুর মধ্যকার ফাইলান খেলার শুভ উদ্বোধন করেন কুমিল্লা-২(হোমনা তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম (গনির) আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মহাসীন সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াছ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ফজলুল হক মোল্লা, ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসীমউদ্দীন সওদাগর, পৌর যুব ও ক্রীড়া সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, ঘাগুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সস্পাদক ইকবাল হোসেন (রনি), দড়িচর কৃতি সন্তান আনোয়ার হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তি গণ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত ফাইলান খেলায় নোয়াগাঁও দুর্গাপুর কে হারিয়ে ১ গোলে দড়িচর একাদশ বিজয় হয়। খেলা শেষে অতিথিদের হাতে শুভেচ্ছা সম্মাননা স্মারক প্রদান করা হয়।