মোঃ মোশাররফ হোসেন মনিরঃ
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ও শেষ ধাপে আগামী ৪ জুন কুমিল্লার মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নসহ ৭২৪টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন এসব ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
তফসিল অনুযায়ী, নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থীদের মনোনয়নপত্র বিতরন শুরু ২ মে। জমা দেওয়ার শেষ সময় ৯ মে। মনোনয়নপত্র বাছাই হবে ১১ ও ১২ মে। মনোনয়নপত্রের আপিল দাখিল ১৩ থেকে ১৫ মে। আপিল নিস্পত্তি ১৬ থেকে ১৮ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৯ মে। প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ করা হবে ২০ মে।
কমিশন সচিবালয় থেকে আরো জানানো হয়েছে, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় একদিন বাড়িয়ে ৩ মে করা হয়েছে। মে দিবসের ছুটির জন্য কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে এই ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২ মে।
ইতিমধ্যে ৩ ধাপে দুই হাজারের বেশি ইউপিতে ভোট গ্রহণ করা হয়েছে। চতুর্থ ধাপে আগামী ৭ মে এবং পঞ্চম ধাপে ২৮ মে ১২শ’র মতো ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে।