মাহবুব আলম আরিফ:
কুমিল্লার মুরাদনগরে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ঘোড়াশাল প্রিমিয়ার লীগ ২০২০-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ঘোড়াশাল মাদ্রাসা খেলার মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলাটি কিংস্টার ইলেভেন বনাম ইউনিভার্সেল বস এর মাঝে অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে টসে জিতে কিংস্টার ইলেভেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য ইউনিভার্সেল বসকে ১৩৫ রানের টার্গেট দেয় কিংস্টার ইলেভেন।
ব্যাটিংয়ে নেমে ইউনিভার্সেল বস দল নির্ধারিত ১৪ ওভারে ৯০ রান তুলতেই সব উইকেটের পতন ঘটায়। খেলায় বিজয়ী দল কিংস্টার ইলেভেনের বোলার এনামুল ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন।
এর আগে শুরুতে ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট সাহাব উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আঃ রহিম সরকার, প্রবাসি মোসেহ উদ্দিন।
আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন আলামিন, মারুফ, ইয়াসিন, আশ্রাফসহ অন্যান্য সদস্যবৃন্দ। খেলা শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিা।