জাতীয় ডেস্ক:
নতুন শিক্ষাবর্ষে করোনা মহামারির কারণে এবার প্রতিটি শ্রেণির বই বিতরণের জন্য মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলগুলোকে তিন দিন সময় দেয়া হবে। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণে ১২ দিন সময় পাবে স্কুলগুলো।
শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি ভেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে এক ভার্চুয়াল প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি ভেবে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণ হবে ১২ দিনে। অর্থাৎ প্রতি ক্লাসের শিক্ষার্থীদের তিনটি ভাগ করে বই দেয়া হবে।
স্কুল থেকেই শিক্ষার্থীদের বই নিতে হবে। শিক্ষার্থীরা প্যাকেটজাত বই পাবে। ইতোমধ্যে মাঠপর্যায়ে বই পাঠানো হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে আগামী বছরের জুন মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হতে পারে বলে ভার্চুয়াল সংবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। জুলাই-আগস্ট মাসে নেয়া হতে পারে এইচএসসি ও সমমানের পরীক্ষা।
এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী।