বেলাল উদ্দিন আহাম্মদ, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের নূরুন্নাহার বালিকা উচ্চবিদ্যালয়ে সরকারের বিধি মোতাবেক ৬ষ্ঠ শ্রেণিতে লটারীর মাধ্যমে ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ এই উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সফিউল আলম তালুকদার, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি মো: আক্তার হোসেন সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তার, সহ-প্রধান শিক্ষক মো: গোলাম মোস্তফা সহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। এ বিষয়ে লটারীর প্রাক্কালে উপজেলা নির্বাহী অফিসার সকলের উদ্দেশ্যে বলেন করোনা কালীন সময়ে ভর্তি পরীক্ষা মাধ্যমে নয় লটারীর মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণির রোল নম্বর নির্ধারণ করতে হচ্ছে। সকল অভিভাবক ও শিক্ষার্থীদেরকে এটা মেনে নেয়ার আহবান জানান।