আন্তর্জাতিক ডেস্কঃ
ইসরায়েলের সামরিক ঘাঁটি থেকে বিপুল পরিমাণে অস্ত্র এবং গোলাবারুদ চুরি হয়েছে। দেশটির দৈনিক ‘ইয়াদিউত অহারোনোত’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের ‘আন নাকাব’ এলাকায় প্রশিক্ষণের কাজের জন্য একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। আর সেখানকার অস্ত্র ভাণ্ডার থেকেই চুরি হয়েছে গোলা বারুদ। এই কাজে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা জড়িত বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের চিহ্নিত করা সম্ভব হয়নি।
পত্রিকাটি আরো জানিয়েছে, তারা বিভিন্ন সূত্রে জানতে পেরেছে ৫ দশমিক ৫৬ মিলিমিটার ব্যাসার্ধের ৯৩ হাজারের বেশি গুলি চুরি হয়েছে। এই চুরির ঘটনাকে বড় ধরণের দুর্ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে।
ইসরায়েলের এক সূত্র জানিয়েছে, দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটির গোলাবারুদের গুদাম থেকেও ব্যাপক পরিমাণ বিস্ফোরক চুরি হয়েছে।
এর আগেও গত কয়েক বছরে ইসরায়েলের অস্ত্র ও গোলাবারুদ চুরি যাওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।