ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কাল মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সম্মেলন, সভাপতি- সম্পাদক পদ প্রত্যাশীদের দৌড়-ঝাপ

মোঃ মোশাররফ হোসেন মনিরঃ

কাল (শনিবার) কুমিল্লার মুরাদনগর উপজেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারন সম্পাদক নির্বাচনের কথা রয়েছে। তাই সম্মেলনকে কেন্দ্র করে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাদের কাছে ধরণা দিচ্ছেন পদ প্রত্যাশীরা। ফলে শেষ সময় পর্যন্ত পদ প্রত্যাশীদের দৌড়-ঝাপে সরব উপজেলার রাজনৈতিক মাঠ। তেমনি ব্যানার ফেস্টুনে সয়লাভ উপজেলা সদরের অলি-গলি। শুধু তাই নয়, বাহারি কালারের ব্যানারে সামাজিক যোগাযোগ মাধ্যধেও চলছে প্রচার প্রচারণা। অপরদিকে সিনিয়ার নেতা-কর্মীরা হিসাব কষছেন কড়ায়-গন্ডায়। ঘেঁটে দেখছেন অতীত কর্মকান্ড ও পরিবারের অতীত।

উপজেলা ছাত্রললীগ সূত্রে জানা যায়, ২০১৭ সালে ১৭ অক্টোবর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ফয়সাল আহমেদ নাহিদকে আহ্বায়ক এবং বিল্লাল হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট ওই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। এরপর দীর্ঘ ৩ বছর দিন ধরে মুরাদনগর উপজেলায় রাজনীতি করছে আহ্বায়ক কমিটি। তবে এ সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে উপজেলা রাজনীতি থেকে আগ্রহ হারিয়ে ফেলেছেন অনেক নেতাকর্মী।

এমন পরিস্থিতিতে মুরাদনগর উপজেলা ছাত্রলীগকে আরও শক্তিশালী এবং গতিশীল করার লক্ষে আজ (৯ জানুয়ারী) সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।
সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই কর্মতৎপর হয়ে উঠেছেন নেতাকর্মীরা। পদ পেতে ইতোমধ্যে দৌড়-ঝাপ করতে দেখা যাচ্ছে অনেককে। তবে শীর্ষ দুই পদে কারা আসছেন- তা এখনও স্পষ্ট নয়।

এদিকে সম্মেলনকে কেন্দ্র করে শীর্ষ দুই পদ প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন অনেকেই। তবে উপজেলা ছাত্রীলীগে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম তুহিন, উপজেলা ছাত্রলীগের সদস্য মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক পদে উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য রাজিব আহম্মেদ তুহিন, জাহাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাফিজ খাঁনের নাম বেশ জোড়ালো ভাবেই শোনা যাচ্ছে। আর তাদের নামই এখন সবার মুখে মুখে।

তবে দলের প্রতি আন্তরিক, কর্মঠ এবং ত্যাগীরাই পদে আসবে বলে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহমেদ নাহিদ। তিনি বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুসরণ করেই কমিটি গঠন করা হবে। আগে যারা বঙ্গবন্ধুর আদর্শে বলিয়ান হয়ে শেখ হাসিনা ও ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপির হাতকে শক্তিশালী করতে কাজ করেছে এবং আগামী দিনগুলোতে কাজ করবে- পদ পাওয়ার ক্ষেত্রে তারাই এগিয়ে থাকবে। নিয়মিত ছাত্র, অবিবাহিত, ত্যাগী, আন্তরিক এবং কর্মঠরাই পদে আসবে। পদ পাওয়ার ক্ষেত্রে যেকোনো প্রকার তদবির সবচেয়ে অযোগ্যতা বলে বিবেচিত হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরন অনুষ্ঠিত

কাল মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সম্মেলন, সভাপতি- সম্পাদক পদ প্রত্যাশীদের দৌড়-ঝাপ

আপডেট সময় ১০:৪৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১

মোঃ মোশাররফ হোসেন মনিরঃ

কাল (শনিবার) কুমিল্লার মুরাদনগর উপজেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারন সম্পাদক নির্বাচনের কথা রয়েছে। তাই সম্মেলনকে কেন্দ্র করে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাদের কাছে ধরণা দিচ্ছেন পদ প্রত্যাশীরা। ফলে শেষ সময় পর্যন্ত পদ প্রত্যাশীদের দৌড়-ঝাপে সরব উপজেলার রাজনৈতিক মাঠ। তেমনি ব্যানার ফেস্টুনে সয়লাভ উপজেলা সদরের অলি-গলি। শুধু তাই নয়, বাহারি কালারের ব্যানারে সামাজিক যোগাযোগ মাধ্যধেও চলছে প্রচার প্রচারণা। অপরদিকে সিনিয়ার নেতা-কর্মীরা হিসাব কষছেন কড়ায়-গন্ডায়। ঘেঁটে দেখছেন অতীত কর্মকান্ড ও পরিবারের অতীত।

উপজেলা ছাত্রললীগ সূত্রে জানা যায়, ২০১৭ সালে ১৭ অক্টোবর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ফয়সাল আহমেদ নাহিদকে আহ্বায়ক এবং বিল্লাল হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট ওই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। এরপর দীর্ঘ ৩ বছর দিন ধরে মুরাদনগর উপজেলায় রাজনীতি করছে আহ্বায়ক কমিটি। তবে এ সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে উপজেলা রাজনীতি থেকে আগ্রহ হারিয়ে ফেলেছেন অনেক নেতাকর্মী।

এমন পরিস্থিতিতে মুরাদনগর উপজেলা ছাত্রলীগকে আরও শক্তিশালী এবং গতিশীল করার লক্ষে আজ (৯ জানুয়ারী) সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।
সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই কর্মতৎপর হয়ে উঠেছেন নেতাকর্মীরা। পদ পেতে ইতোমধ্যে দৌড়-ঝাপ করতে দেখা যাচ্ছে অনেককে। তবে শীর্ষ দুই পদে কারা আসছেন- তা এখনও স্পষ্ট নয়।

এদিকে সম্মেলনকে কেন্দ্র করে শীর্ষ দুই পদ প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন অনেকেই। তবে উপজেলা ছাত্রীলীগে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম তুহিন, উপজেলা ছাত্রলীগের সদস্য মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক পদে উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য রাজিব আহম্মেদ তুহিন, জাহাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাফিজ খাঁনের নাম বেশ জোড়ালো ভাবেই শোনা যাচ্ছে। আর তাদের নামই এখন সবার মুখে মুখে।

তবে দলের প্রতি আন্তরিক, কর্মঠ এবং ত্যাগীরাই পদে আসবে বলে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহমেদ নাহিদ। তিনি বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুসরণ করেই কমিটি গঠন করা হবে। আগে যারা বঙ্গবন্ধুর আদর্শে বলিয়ান হয়ে শেখ হাসিনা ও ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপির হাতকে শক্তিশালী করতে কাজ করেছে এবং আগামী দিনগুলোতে কাজ করবে- পদ পাওয়ার ক্ষেত্রে তারাই এগিয়ে থাকবে। নিয়মিত ছাত্র, অবিবাহিত, ত্যাগী, আন্তরিক এবং কর্মঠরাই পদে আসবে। পদ পাওয়ার ক্ষেত্রে যেকোনো প্রকার তদবির সবচেয়ে অযোগ্যতা বলে বিবেচিত হবে।