মো.আবু রায়হান চৌধুরী, হোমনা (কুমিল্লা) থেকেঃ
আসন্ন কুমিল্লার হোমনা পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে ফরম সংগ্রহ করলেন হোমনা পৌর আওয়ামী লীগ নেতা,খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও হোমনা পৌরসভার প্যানেল মেয়র-২ মো.কামাল মিয়া।
সোমবার দুপুরে হোমনা উপজেলা নির্বাচন কমিশনার এর কার্যালয় থেকে ৬নং ওয়ার্ডের পুনরায় কাউন্সিলর পদে প্রার্থী হতে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেন। এ নিয়ে তিনি টানা দ্বিতীয় বারের মতো কাউন্সিলর পদে নির্বাচন করতে যাচ্ছেন।
ফরম উত্তোলনকালে কামাল মিয়া ৬নং ওয়ার্ড বাসীর উদ্দেশ্যে বলেন, আমি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলাম। আমি যদি নির্বাচিত হতে পারি তা হলে আমার ওয়ার্ডের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে আপ্রান চেষ্ঠা চালিয়ে যাবো। এবং এই ওয়ার্ড কে একটি আধুনিক ও মডেল ওয়ার্ডে রূপান্তরিত করে গড়ে তুলবো। ইনশাল্লাহ সে জন্য আমি আপনাদের সকলের দোয়া,ভালোবাসা,সমর্থন ও অক্লান্ত প্রচেষ্ঠা কামনা করি।
এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে বেশ কয়েকজন প্রার্থী কাউন্সিলর পদে নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।