বেলাল উদ্দিন আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুরে দু’পক্ষের সংঘর্ষে এক যুবককে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে। আহত যুবক নাছির(২৫)কে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেলে রেফার করে।
নাছির উপজেলার রোরারচর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
জানাযায় শনিবার বিকেলে উপজেলার জাহাপুর গ্রামের এক জমি ভরাট করাকে কেন্দ্র করে যুবলীগ নেতা আরাফাত বাবু গ্রুপ ও অহিদ গ্রুপের মধে বাকবিতন্ডা চলাকালে অহিদ গ্রুপের সাগর বাবু গ্রুপের নাছিরকে পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। আহত নাছিরের পারিবারিক সুত্রে জানাযায় বর্তমানে সে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।